হোম > সারা দেশ > রাজশাহী

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা যুবককে ছয় দিন পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছায় আত্মগোপনে থাকা মো. সজীব বাবু (২২) নামের এক যুবককে ছয় দিন পর উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

সজীব বাবু জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর-মতিবাজার এলাকার বাসির উদ্দিনের ছেলে। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আসগর আলী।

আসগর আলী বলেন, গত ৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বাবু। এ নিয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান করতে পারেনি। এরপর বাবুর মা শিবগঞ্জ থানায় ছেলের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এসআই আসগর আরও বলেন, বাবুর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর অবস্থান শনাক্ত করতে বেগ পেতে হয়। দীর্ঘ চেষ্টার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে রাজমিস্ত্রির কাজ করা অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনদের কাছে তাঁকে হস্তান্তর করা হয়। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক