হোম > সারা দেশ > রাজশাহী

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা যুবককে ছয় দিন পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছায় আত্মগোপনে থাকা মো. সজীব বাবু (২২) নামের এক যুবককে ছয় দিন পর উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

সজীব বাবু জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর-মতিবাজার এলাকার বাসির উদ্দিনের ছেলে। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আসগর আলী।

আসগর আলী বলেন, গত ৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বাবু। এ নিয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান করতে পারেনি। এরপর বাবুর মা শিবগঞ্জ থানায় ছেলের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এসআই আসগর আরও বলেন, বাবুর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর অবস্থান শনাক্ত করতে বেগ পেতে হয়। দীর্ঘ চেষ্টার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে রাজমিস্ত্রির কাজ করা অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনদের কাছে তাঁকে হস্তান্তর করা হয়। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী