হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোয়ালিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৪২) নামে এক গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা বলছে, ওই বাজারের পাশে আঘাতপ্রাপ্ত হয়ে সড়কের পাশে রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

ওই সিএনজি চালিত অটোরিকশার চালক একরামুল হোসেন বলেন, ‘আমি ফলের জন্য শাহজাদপুর যাচ্ছিলাম। বোয়ালিয়া বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন আমার সিএনজি জোর করে ঠেকিয়ে আহত ব্যক্তিকে তুলে দেয়। পরে আমি তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

এ বিষয়ে নিহতের বড় ভাই মিজানুর রহমান বলেন, নিহত আবুল কালাম আজাদ বগুড়া জোনের শেরপুর শাখার কুসুম্বী শাখায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার অফিস শেষে তিন দিনের ছুটিতে তিনি বাড়িতে আসেন। আজ সোমবার সকালে উল্লাপাড়া থেকে সিএনজিতে করে অফিসের উদ্দেশ্যে রওনা হলে বোয়ালিয়া বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জামান বলেন, ‘আঘাতপ্রাপ্ত রোগীটি হসপিটালে নিয়ে আশার আগেই রাস্তায় মারা গেছে। তাঁর লাশ হসপিটালের মর্গে রাখা হয়েছে।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আঘাতপ্রাপ্ত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশাযোগে একজনকে হাসপাতালে আনার বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারে লোকজন আসলে নিহতের মরদেহ তাদের কাছে দেওয়া হবে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর