হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবকের পর মারা গেলেন বন্ধু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে দুর্বৃত্তদের হামলায় আহত যুবক আল আমিন শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ঠান্ডু শেখের ছেলে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত হন আলামিন। এ সময় আহত হন তাঁর বন্ধু আল আমিন শেখ। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

নিহত আলামিনের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ফরহাদ খানের ছেলে। 

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, রাতে আলামিন ও আল আমিন শেখ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ওপর হলাম চালায়। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুজন। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন। তাঁর বন্ধু আল আমিন শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত আল আমিন শেখকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে।

ওসি সিরাজুল ইসলাম জানান, রাতে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, নিহত আলামিনের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর বিরোধ চলছিল। এই বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমুল ইসলাম বলেন, একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। তাঁদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম