বগুড়া শাজাহানপুরে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় দুই পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিমপাড়া গ্রামে সোহরাব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে শাজাহানপুর উপজেলার দমকল কর্মীরা পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
নিহত ব্যক্তিরা হলেন—বগুড়া সদরের সুইপার কলোনির বাসিন্দা বিমল বাসপোর (৫০) ও লাঠিয়াল বাসপোর (৪৫)।
দমকল বাহিনীর লিডার আব্দুর রহমান আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে সেপটিক ট্যাংকের ভেতরে দুজন সুইপার পড়ে মরে ছিলেন। আমরা তাঁদের উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছি। কোনো ধরনের সেপটিক ব্যবহার না করেই ওই দুজন ট্যাংকে নেমেছিলেন। বিষাক্ত গ্যাসের কারণে তাঁরা সেখান থেকে আর বের হতে পারেননি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।