হোম > সারা দেশ > রাজশাহী

কামারখন্দে রেলস্টেশনের বিশ্রামাগার থাকে অধিকাংশ সময় তালাবদ্ধ, ভোগান্তিতে যাত্রীরা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার প্রায় দুই বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। অধিকাংশ সময় বিশ্রামাগারটি তালাবদ্ধ থাকে। এ কারণে টয়লেট ব্যবহারসহ বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

গতকাল রোববার ও আজ সোমবার সকালে রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় শ্রেণির ওই বিশ্রামাগার তালাবদ্ধ রয়েছে। এ কারণে টিকিট কাটার পর স্টেশনের আশপাশে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। এ ছাড়া আশপাশে টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী। 

স্ত্রী সন্তানদের নিয়ে সৈয়দ আলী আহসান ঢাকাগামী একটি ট্রেনের জন্য জামতৈল রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা যাওয়ার পথে বিশ্রামাগারটি কোনো দিন খোলা পেলাম না।’ 

জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন এক নারী। তিনি বলেন, ‘অনেকক্ষণ হলো ট্রেনের জন্য অপেক্ষা করছি। বিশ্রামাগার না থাকায় বাইরেই দাঁড়িয়ে আছি। ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, কিন্তু আশপাশে ওয়াশরুম না থাকায় একটু বিপাকে পড়েছি।’ 

রাজশাহীগামী যাত্রী আফজাল জানান, জামতৈল স্টেশনের বিশ্রামাগার তালাবদ্ধ থাকায় তিনি ওয়াশরুম ব্যবহার করতে পারেননি। আশপাশে খোঁজ নিয়েও ওয়াশরুম ব্যবহার করা যায়নি। 

জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আবু হান্নান জানান, ২০২০ সাল থেকেই জামতৈল স্টেশনের বিশ্রামাগারটি ব্যবহার অনুপযোগী। এ কারণে অধিকাংশ সময় তালাবদ্ধ করে রাখেন তাঁরা। এটি দ্রুত ঠিক করে দেওয়ার জন্য রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। 

এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘জামতৈল রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি আমরা অবগত। দ্রুত এটি ব্যবহারের উপযোগী করা দেওয়া হবে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী