নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুরুল ইসলাম মণ্ডল (৭০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জেলেঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম মণ্ডল নওগাঁর মহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের বাসিন্দা।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন জানান, আজ সকালে রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস নুরুল ইসলামকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের স্বজনেরা লাশ নিয়ে যায়।
নিহতের বাড়ি মহাদেবপুর উপজেলায় হওয়ায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।