রাজশাহীর চারঘাটের শলুয়া রেলক্রসিংয়ে নসিমনের সঙ্গে আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ৪টার দিকে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা যায়, সংঘর্ষের ঘটনায় ট্রেনের সামনের ক্যাটেল কার ক্ষতিগ্রস্ত হয়। এতে ট্রেনের ত্রুটি মেরামতের পর রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় ৪০ মিনিট রেল যোগাযোগ বন্ধ ছিল। তবে এ সময় কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে সরদহ রেলস্টেশনের ইনচার্জ ইকবাল কবির বলেন, আজ বিকেল ৪টার দিকে সরদহ স্টেশন থেকে কিছুটা আগে অরক্ষিত রেলগেটে একটি নসিমন রেললাইনের ওপরে উঠে বিকল হয়ে পড়ে। এ সময় ট্রেন আসার শব্দ পেয়ে রেললাইনের ওপর নসিমন রেখে চালকসহ যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যায়।
ইকবাল কবির আরও বলেন, এ সংঘর্ষে ট্রেনের সামনের ক্যাটেল কার ক্ষতিগ্রস্ত হয়। ট্রেন চলাচল ৪০ মিনিট বন্ধ থাকার পর তা স্বাভাবিক রয়েছে। তবে কেউ হতাহত হয়নি।