হোম > সারা দেশ > রাজশাহী

প্রতারণার অভিযোগ: রাজশাহীতে এমটিএফইর সিইওসহ দুজন গ্রেপ্তার

রাবি প্রতিনিধি

রাজশাহীতে অনলাইনভিত্তিক অ্যাপ এমটিএফইর প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির সিইওসহ দুজনকে গ্রেপ্তার করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বুধবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন এমটিএফইর সিইও দীপেন্দ্রনাথ সাহা (৪৩) ও লতিফুল বারি (৪২)। দীপেন্দ্রনাথ মোহনপুরের বিষহরা গ্রামের ধীরেন্দ্রনাথ সাহার ছেলে। তিনি পাশের বাগমারা উপজেলার খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের ধর্ম (হিন্দু) বিষয়ের শিক্ষক। বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে লোকজনকে এমটিএফই সম্পর্কে ধারণা দিতেন এবং তাদের প্রভাবিত করতেন তিনি। লতিফুল বারি নওগাঁর মহাদেবপুর উপজেলার আব্দুর রশীদের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। তিনি বলেন, ‘নগরীর রাজপাড়া থানায় এমটিএফইর প্রতারণার ঘটনায় মামলা হয়। এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথ তদন্ত করে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। তদন্তে পুরো ঘটনা বের হয়ে আসবে।’

পুলিশ কমিশনার আরও বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, তাঁদের মাধ্যমে ইনভেস্ট করে অনেকেই প্রতারিত হয়েছেন। তবে প্রতারিতরা কী পরিমাণ ইনভেস্ট করেছেন সে বিষয়ে এখনো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। আশা করছি, তাঁদের জিজ্ঞাসাবাদ করলে এ ব্যাপারে সব তথ্য জানা যাবে।’

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ