হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী কলেজে অনার্স বা স্নাতকের (সম্মান) ফরম পূরণের অতিরিক্ত ফি কমিয়ে শিক্ষার্থীবান্ধব করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, অতিরিক্ত ফি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। তাঁরা ফি কমানোর পাশাপাশি আদায় করা অর্থের হিসাব প্রকাশের দাবি জানান।

কর্মসূচিতে রাজশাহী কলেজের শিক্ষার্থী মারুফা খাতুন, কাওসার আলী, আবু সাহিল, খালিদ বিন ওয়ালিদ আবির, আমিনুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. যুহুর আলীর সঙ্গে কথা বলতে গেলে বাগ্‌বিতণ্ডা হয়। পরে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হলেও কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ যুহুর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও একই পরিমাণে ফি নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা কমানোর দাবি তুলেছেন। কিন্তু আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসব।’

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ