হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মাদক মামলায় হারুনুর রশিদ টুটুল নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এই রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত আসামি হলেন হারুনুর রশিদ টুটুল। তাঁর বাড়ি বগুড়া সদরের মাল গ্রামে। 

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৮ জানুয়ারি ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকা থেকে স্কুলব্যাগে রাখা ৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ হারুনুর রশিদ টুটুলকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই সময় তাঁর কাছ থেকে দুটি সংবাদপত্রের আইডি কার্ডসহ মোটরসাইকেল জব্দ করা হয়। 

পরে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান ২০২১ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলার যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালত এই রায় দেন। 

মামলার সরকার পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল। আসামি পক্ষের আইনজীবী ছিলেন রায়হান নবী।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড