হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি নেতার বিজয় মিছিলে আ.লীগ নেতা  

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত রোববার চারঘাট উপজেলার ছয় ইউপিতে ভোট হয়েছে। এগুলোর মধ্যে নিমপাড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামানকে পরাজিত করে জয় পেয়েছেন বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান। নৌকার প্রার্থী পরাজয়ের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের নেতারা ওই ইউনিয়নের বাসিন্দা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম দুলাল ও যুবলীগের নেতা সুজন আলীকে দায়ী করেছেন। 

এরই মধ্যে গতকাল সোমবার নিমপাড়া ইউনিয়নে বিজয় মিছিল করেন বিএনপি নেতা মিজানুর রহমান। ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম দুলাল ও তাঁর ছেলে খলিল হোসেন। যা নিয়ে উপজেলাজুড়ে নেতা-কর্মীদের ভেতর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলার সিনিয়র একজন নেতার এমন আচরণে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে বিষোদ্‌গার করছেন। 

চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বলেন, ‘নিমপাড়ায় আওয়ামী লীগের পরাজয়ের প্রধান কারণ সিনিয়র নেতা সাইফুল ইসলাম দুলাল ও যুবলীগের নেতা সুজন আলীর নৌকার বিরোধিতা। বিএনপি নেতা জয়লাভের পর সাইফুল ইসলাম ও তাঁর ছেলে বিজয় মিছিল করেছেন। আমাদের জন্য এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।’ 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, ‘নৌকা পরাজিত হওয়ায় আওয়ামী লীগ নেতার বিজয় উল্লাস দেখা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত। আমরা বিষয়টি জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি। আশা করছি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

তবে সব অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম দুলাল বলেন, ‘নৌকার প্রার্থী মনিরুজ্জামান নির্বাচনের ব্যাপারে আমার সঙ্গে একটুও সমন্বয় করেননি। তিনি জয়ের ব্যাপারে অধিক আশাবাদী ছিলেন। এ জন্য পরাজিত হয়েছেন। এখানে আমার দোষ নেই। আর বিএনপি নেতার বিজয় মিছিলে আমি ও আমার ছেলে উপস্থিত ছিলাম না। বিএনপি নেতার সঙ্গে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা ভোটের পর তারা আমার বাড়ির সামনে এলে তখন কিছু মানুষের অনুরোধে তোলা।’

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়