হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূকে মারধর করে হত্যার পর তাঁর স্বামী গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ নিহতের পরিবারের। এদিকে ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বাশপুকুরিয়া-দমাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূর নাম শহিদা বেগম (৩৫)। তিনি ওই গ্রামের কান্দু আলীর স্ত্রী।

বেলপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া মারামারি হয়। সম্প্রতি কান্দু আলী পিটিয়ে তার স্ত্রীর মাথা ফাটিয়ে দেয়। আজ শনিবার ভোররাতেও তাদের মধ্যে ঝগড়া শুনতে পেয়েছে প্রতিবেশীরা।’

তিনি আরও বলেন, ‘প্রতিবেশীদের কাছ থেকে জেনেছি, ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করেছে।’

এ বিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক থাকায় হত্যার সন্দেহ করছেন গ্রামের লোকজন।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে এটা হত্যা নাকি কৌশলে হত্যাকাণ্ড, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে চূড়ান্তভাবে বলা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল