হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বড় ভাইয়ের বিয়ের বাজার নিয়ে আর ফেরা হলো না ইনজামুলের

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনজামুল হক (২৪) নামে একজন নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলের সহযাত্রী দুজন আহত হয়েছেন। আজ বুধবার (২৮ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা চৌকিদহ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। 

ইনজামুল উপজেলার বড়হর ইউনিয়নের প্যাচরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন, নাইম হোসেন (২২) ও সিয়াম হোসেন (২৫)। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

জানা যায়, বড় ভাইয়ের বিয়ের সরঞ্জাম কিনতে দুজনকে নিয়ে মোটরসাইকেলযোগে বাজারের যান ইনজামুল। বাজার শেষে বাড়ি ফেরার পথে উপজেলার শ্রীকোলা চৌকিদহ ব্রিজে বাঘাবাড়িগামী তেলের ট্যাংকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইনজামুল নিহত হন। 

ইনজামুলের খালাতো ভাই শাহিন হোসেন জানান, ইনজামুল বড় ভাইয়ের বিয়ের জন্য আজ দুপুরে বিয়ের সকল সামগ্রী কেনার জন্য উল্লাপাড়া বাজারে যান। সকল কেনাকাটা শেষ করে উল্লাপাড়া থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রিজে পৌঁছালে ট্যাংকলরীর সঙ্গে মুখেমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইনজামুল নিহত হন এবং তাঁর সঙ্গে থাকা দুজন আহত হন। গুরুতর অবস্থায় তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। 

উল্লাপাড়া মডেল থানা পরিদর্শক (তদন্ত) এনামুল হক নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্যাংকলরি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। 

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব