হোম > সারা দেশ > রাজশাহী

দুদকের মামলায় সস্ত্রীক কারাগারে গৃহায়ণের রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরী ও তাঁর স্ত্রী সোমা সাহাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা দুটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার পরিমল কুমার কুরী ও তাঁর স্ত্রী সোমা সাহা নিজ নিজ মামলায় জামিন চেয়ে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়েছিলেন। দুপুরে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক একেএম ফজলুল।

দুদক রাজশাহীর আইনজীবী শহীদুল ইসলাম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের পর পরিমল কুমার কুরী ও তাঁর স্ত্রী সোমা সাহা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। এরপর জামিনের শর্তানুযায়ী সোমবার তাঁরা নিম্ন আদালতে হাজির হন। এ সময় জামিনের আবেদন করা হলে তা নাকচ করেন আদালত।

উল্লেখ্য গত ৬ জুন দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে পরিমল কুমার কুরীর বিরুদ্ধে ৫০ লাখ ৪৩ হাজার ৫১৬ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেন। পরদিন তাঁর স্ত্রী সোমা সাহার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের আরেকটি মামলা করেন দুদকের ওই কর্মকর্তা। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী