হোম > সারা দেশ > রাজশাহী

দুদকের মামলায় সস্ত্রীক কারাগারে গৃহায়ণের রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরী ও তাঁর স্ত্রী সোমা সাহাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা দুটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার পরিমল কুমার কুরী ও তাঁর স্ত্রী সোমা সাহা নিজ নিজ মামলায় জামিন চেয়ে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়েছিলেন। দুপুরে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক একেএম ফজলুল।

দুদক রাজশাহীর আইনজীবী শহীদুল ইসলাম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের পর পরিমল কুমার কুরী ও তাঁর স্ত্রী সোমা সাহা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। এরপর জামিনের শর্তানুযায়ী সোমবার তাঁরা নিম্ন আদালতে হাজির হন। এ সময় জামিনের আবেদন করা হলে তা নাকচ করেন আদালত।

উল্লেখ্য গত ৬ জুন দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে পরিমল কুমার কুরীর বিরুদ্ধে ৫০ লাখ ৪৩ হাজার ৫১৬ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেন। পরদিন তাঁর স্ত্রী সোমা সাহার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের আরেকটি মামলা করেন দুদকের ওই কর্মকর্তা। 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার