হোম > সারা দেশ > রাজশাহী

ভোট দিতে বাধা দিলে গণধোলাই দিয়ে পুলিশে দিন: লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের দিন কেউ ভোট দিতে বাধা দিলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে দলের প্রার্থী আসাদুজ্জামান আসাদকে বিজয়ী করার লক্ষে পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আজ শনিবার বিকেলে এক নির্বাচনী সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। 

পবার নওহাটা গরুর হাট সংলগ্ন মাঠে এই নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপি-জামায়াতের মুখে ছাই দেওয়ার জন্য এই নির্বাচনী সভায় হাজার হাজার মানুষ এসেছেন। ৭ জানুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। ৭ জানুয়ারি কেউ ভোট প্রদানে বাধা দিতে আসলে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করতে হবে।’ 

রাজশাহী সিটি মেয়র লিটন বলেন, ‘যখন নির্বাচন আসে তখনই বিএনপি জামায়াত-নির্বাচনে অংশ নিতে চায় না। তারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায়, সে কারণে তারা নির্বাচনে অংশ নেয় না। তারা বলার মতো কোনো ইতিবাচক কাজ করেনি। বিধায় তারা নির্বাচনে না এসে নির্বাচনে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা বিদেশিদের কাছে বলতে চায়, ‘এই নির্বাচনে জনগণ অংশ নেয়নি, ভোট দিতে আসেনি, কাজেই এই নির্বাচনের রায় মেনে নেওয়া যায় না।’ 

নির্বাচনী সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ। পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান এই নির্বাচনী সভা পরিচালনা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন