রাজশাহীতে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নগরীর তালাইমারি এলাকার পদ্মা লাইব্রেরি থেকে আলুপট্টি পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়।
এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
এ সময় সহকারী হাইকমিশনার বলেন, ‘ভারতে প্রতি বছর ১৪ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে পরিচ্ছন্নতা দিবস হিসেবে উদ্যাপন করা হয়। তারই অংশ হিসেবে বিশ্বের সব রাষ্ট্রে ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের কার্যালয়েও দিবসটি উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।’