হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

অত্যাচার করে শেখ হাসিনা দেশে থাকতে পারেনি: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘অত্যাচার করে হাসিনা দেশে থাকতে পারেনি। জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনা দেশের মানুষকে নির্যাতন করেছেন। আল্লাহ নির্যাতনকারীকে ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় না। তার প্রমাণ শেখ হাসিনা।’

আজ শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া ননী গোপাল সাহা পাইকপাড়া মডেল হাই স্কুল মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু আরও বলেন, ‘হাসিনার আদালত আমাকে ৯ বছর জেল দিয়েছিল। আমি ঘোষণা দিয়েছিলাম, আমি তার জেলে যাব না। জনগণের দোয়া ও ভালোবাসায় আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন। আমি আপনাদের আমৃত্যু গোলাম। অহংকার দেখাবেন না, অহংকার দেখালে হাসিনার মতো পরিণতি হবে।’

স্মরণ সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ। পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের দুই পরিবার ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন