হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা, দুই যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  

গ্রেপ্তার দুই যুবক। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার ব্রিজঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর লোদীপাড়া মহল্লার মৃত হেলাল আকন্দের ছেলে সারদুল আকন্দ রত্ন (১৯) ও রূপপুর নতুনপাড়া গ্রামের হাজী হায়দার আলীর ছেলে মো. আব্দুস সালাম (৪৩)।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান বলেন, তদন্তে অভিযুক্ত ব্যক্তিদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, ৮ জুন ঈদের ছুটিতে প্রবাসী শাহনেওয়াজ তাঁর পরিবার নিয়ে কাছারিবাড়ি ঘুরতে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, তাঁকে অফিস কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এ ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রতিবাদে তাঁরা ১০ জুন মানববন্ধন ও বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১১ জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক শেখ কামাল হোসেনের নেতৃত্বে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তা ছাড়া কাস্টোডিয়ানের পক্ষ থেকে শাহজাদপুর থানায় মামলা করা হয়। এই মামলায় দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’