হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় কোরবানির চামড়াবোঝাই পিকআপে মিলল ১০০ কেজি গাঁজা 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে কোরবানির গরুর চামড়াবোঝাই পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় পিকআপচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যান থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরবের টেকেরহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে শ্রাবণ আহম্মেদ (২০), গাজীপুরের বরমী বাজারের পাইটালবাড়ী গ্রামের আব্দুল হাকিমের ছেলে জসিম মিয়া (৩৬) ও জয়পুরহাটের কাশিয়াবাড়ী গ্রামের আব্দুল মুত্তালেবের ছেলে পিকআপ ভ্যানের চালক আরিফ হোসেন (৩৪)।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানির গরুর চামড়াবোঝাই পিকআপ ভ্যানে গাঁজার চালান হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে বগুড়ায় আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বগুড়া-ঢাকা মহাসড়কের বেতগাড়ীতে চেকপোস্ট বসানো হয়। রাত ১১টার দিকে পিকআপটি চেকপোস্টে থামানো হয়। পরে পিকআপে থাকা ৭০টি কোরবানির গরুর চামড়ার নিচে থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিদর্শক আবির হোসেন জানান, মামলা দায়েরের পর গ্রেপ্তার তিনজনকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শাজাহানপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী