হোম > সারা দেশ > বগুড়া

সন্তান জন্ম দিয়েই প্রাণ হারালেন করোনাক্রান্ত মা

বগুড়া প্রতিনিধি

সন্তান জন্ম দিয়েই পৃথিবীকে বিদায় জানালেন করোনা আক্রান্ত মা সানজিদা (২৩)। পরিবারে নতুন সদস্য আসার আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান সানজিদা। মা মারা গেলেও সন্তান সুস্থ আছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে সানজিদাকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রোববার ভোর ৪টার দিকে ছেলে সন্তানের জন্ম দেন সানজিদা। 

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, অন্তঃসত্ত্বা ওই নারী করোনা আক্রান্ত ছিলেন। এ ছাড়া তিনি এক্লাম্পসিয়ায় (গর্ভবতী নারীদের খিঁচুনি) আক্রান্তও ছিলেন। অচেতন অবস্থায় শনিবার রাত ২টার দিকে হাসপাতালে তাকে ভর্তি করান তাঁর স্বজনরা। সন্তান জন্ম দেওয়ার পর রোববার সকালে পৌনে ৯টার দিকে মারা যান সানজিদা। তবে তাঁর সন্তান সুস্থ আছে। 

তিনি আরও জানান, সানজিদাকে হাসপাতালে ভর্তি করানো পর করোনা ইউনিটেই তাকে চিকিৎসা দেওয়া হয়। 

সানজিদা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রামের বাসিন্দা ছিলেন। তার স্বামীর নাম রিমন। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর