হোম > সারা দেশ > রাজশাহী

এসপি পরিচয়ে কনস্টেবলের সঙ্গে প্রতারণা, ১০ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আসামির অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়েছে। 

আজ রোববার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা। 

সাজাপ্রাপ্ত ব্যক্তির হলেন—সোহাগ মাহমুদ বাপ্পী ওরফে রনি (৩১)। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ছোট পারুলিয়া গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম মো. সালাহউদ্দিন। 

আইনজীবী ইসমত আরা জানান, ২০১৯ সালের ২৮ অক্টোবর আসামি কৌশলে নিজেকে বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) পরিচয় দিয়ে বগুড়া পুলিশ লাইনসের এক কনস্টেবলের সঙ্গে কথা বলেন। এরপর এক দোকান থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ লাখ ৭৫ হাজার টাকা নেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই কনস্টেবল বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর পুলিশ আসামি সোহাগকে শনাক্ত করে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে আদালতে তাঁর বিচার শুরু হয়। এর মধ্যেই জামিন নিয়ে লাপাত্তা হয়ে যান আসামি। সাক্ষ্য গ্রহণ শেষে তাঁর অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হলো। 

আইনজীবী ইসমত আরা বলেন, ‘একটি ধারায় আদালত আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করেন। আরেকটি ধারাতেও একই সাজা দেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর সাজা একটার পর একটা কার্যকর হবে। জরিমানার অর্থ পরিশোধ না করলে প্রতি পাঁচ লাখের জন্য আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।’ 

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে