রাজশাহীর চারঘাট সদরের মন্ত্রীরোড এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শ্রী বাপন চৌধুরী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত বাপন উপজেলার মেরামাতপুর গ্রামের শ্রী অবনী চৌধুরীর ছেলে।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, বাপন চারঘাট সদরের মন্ত্রীরোডের আজিজুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে বৈদ্যুতিক লাইনে কাজ করছিল। এ সময় দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক ইসিজিসহ যাবতীয় পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
চারঘাট পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।