হোম > সারা দেশ > রাজশাহী

অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী ও নাটোরে অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় চোর চক্রের কাছ থেকে দুটি অটোরিকশাও উদ্ধার করা হয়। 

আজ বুধবার সকালে র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‍্যাব সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালায়। অভিযানে অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নাটোর সদর উপজেলার রুয়েরভাগ গ্রামের মো. রিপন (২৮), খোরশেদ প্রামাণিক ওরফে দুখু (২৬), সোয়াইব হোসেন (২৩) ও হৃদয় হোসেন (১৯) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার মধুখালী গ্রামের শেখ আহম্মেদ (৪০)।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদরের একডালা গ্রামে অভিযান চালিয়ে প্রথমে নাটোরের চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়ার মধুখালী গ্রামে অভিযান চালিয়ে শেখ আহম্মেদকে একটি চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। এরপর শেখ আহম্মেদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুঠিয়ার জিউপাড়া গ্রামে অভিযান চালিয়ে আরও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত পাঁচজন আন্তজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরেই এলাকার অন্য চোর চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও পরিকল্পনা করে রাজশাহী ও নাটোরে অটোরিকশা চুরি করতে থাকেন। চুরির পরে আকার-আকৃতি পরিবর্তন করে এসব অটোরিকশা বিক্রি করতেন তাঁরা। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার