রাজশাহী ও নাটোরে অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় চোর চক্রের কাছ থেকে দুটি অটোরিকশাও উদ্ধার করা হয়।
আজ বুধবার সকালে র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালায়। অভিযানে অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নাটোর সদর উপজেলার রুয়েরভাগ গ্রামের মো. রিপন (২৮), খোরশেদ প্রামাণিক ওরফে দুখু (২৬), সোয়াইব হোসেন (২৩) ও হৃদয় হোসেন (১৯) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার মধুখালী গ্রামের শেখ আহম্মেদ (৪০)।
র্যাব সূত্রে আরও জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদরের একডালা গ্রামে অভিযান চালিয়ে প্রথমে নাটোরের চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়ার মধুখালী গ্রামে অভিযান চালিয়ে শেখ আহম্মেদকে একটি চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। এরপর শেখ আহম্মেদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুঠিয়ার জিউপাড়া গ্রামে অভিযান চালিয়ে আরও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃত পাঁচজন আন্তজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরেই এলাকার অন্য চোর চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও পরিকল্পনা করে রাজশাহী ও নাটোরে অটোরিকশা চুরি করতে থাকেন। চুরির পরে আকার-আকৃতি পরিবর্তন করে এসব অটোরিকশা বিক্রি করতেন তাঁরা। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।