হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী নগর ভবনের লুট করা চেয়ার-টেবিল-কম্পিউটার ফেরত দিল জনতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে যেসব জিনিসপত্র লুটপাট করা হয়েছিল, তার কিছু কিছু ফেরত দেওয়া হচ্ছে। লোকজন স্বপ্রণোদিত হয়ে এসব ফেরত দিচ্ছেন। 

গত সোমবার লুট হওয়া বিভিন্ন মালামালের কিছু অংশ গতকাল বুধবার সন্ধ্যা থেকে ফেরত আসার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং আওয়ামীপন্থী ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন-আইডিইবির রাজশাহী জেলা কার্যালয় থেকে লুট হওয়া মালামালের কিছু অংশ ফেরত আসার কথা জানা গেছে। 

এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেছে। তবে পুলিশ না থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক এখনো কাজ করছে। 

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে আহ্বান জানানো হয় যেন লুট হওয়া মালামাল ফেরত দেওয়া হয়। কারণ, এটি নাগরিক সেবা দেওয়ার অফিস। সব কাজ থমকে গেছে। এরপর কিছু কম্পিউটার ও চেয়ার-টেবিল ফেরত এসেছে। স্বেচ্ছাসেবীরাও পাড়া-মহল্লায় গিয়ে জিনিসপত্র ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছেন। তখন তারা কিছু ফেরত পাচ্ছেন। এ ছাড়া সিটি করপোরেশনের ভ্যানেও কেউ কেউ কিছু মালামাল তুলে দিচ্ছেন। তবে এ পর্যন্ত ফেরত পাওয়া মালামাল লুটের তুলনায় সামান্য।’

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘পুলিশ দ্রুত দায়িত্বে ফিরবে। নতুন সরকারও কাজ শুরু করবে। আমরা আশা করছি, কাল থেকেই রাজশাহীর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে।’ 

রাজশাহীতে পুলিশ না থাকায় আজও মোড়ে মোড়ে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ দিন শহরে নতুন করে হামলা-লুটপাটের খবর পাওয়া যায়নি।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক