হোম > সারা দেশ > রাজশাহী

আল্লাহ আবাদ হাইস্কুলের সাবেক ছাত্র পরিষদের সভাপতি সাইফুল ও সম্পাদক শামসুল 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ফরিদপুরে ‘আল্লাহ আবাদ হাইস্কুল প্রাক্তন ছাত্র পরিষদ’ নামের একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি রাজধানী ঢাকায় সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। 

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়াসেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২ এর উপদেষ্টা ও মুক্ত আকাশ মিডিয়া স্টার লিমিটেডের সম্পাদক ও প্রকাশক লায়ন মো. শামসুল আলম দুলাল। 

এ ছাড়া সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম, অর্থ সম্পাদক মো. আবু জাফর, ক্রীড়া সম্পাদক মো. আবুল ফারুক এবং প্রচার সম্পাদক আমজাদ হোসেন আরিফ নির্বাচিত হয়েছেন। 

কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. ইউনুস আলী, মো. সুলতানুজ্জামান, মো. কামরুজ্জামান, মো. আকরাম হোসেন, মো. মোয়াজ্জেম হোসেন ও মো. আনোয়ার হোসেন। উপদেষ্টামণ্ডলী হলেন মো. মঞ্জুর কাদির, এস এম আব্দুস ছালাম রানা এবং প্রকৌশলী মো. শওকত আলী লাবলু। 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক লায়ন মো. শামসুল আলম দুলাল বলেন, ‘স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমাদের সবারই দায়বদ্ধতা রয়েছে। মূলত সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই স্কুলের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থান তৈরিতে সহায়তা প্রদান, গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, সকল প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ডিরেক্টরি প্রকাশ এবং সকলের অংশগ্রহণে বাৎসরিক মিলনমেলার আয়োজন-আপাতত এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা কাজ করতে চাই।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত