নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে অস্ত্রসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার রাতে ধরমপুর পূর্বপাড়ায় অভিযান চালায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান, ম্যাগাজিন, চার রাউন্ড গুলিসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার র্যাব–৫ এর রাজশাহী এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার তরুণের নাম নাহিন সুলতান সুপ্ত (২৩), তিনি নগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া মহল্লার বাসিন্দা। র্যাব জানায়, নাহিন একজন অস্ত্র কারবারি। তার বিরুদ্ধে মতিহার থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।