হোম > সারা দেশ > রাজশাহী

সংখ্যালঘুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: সিরাজগঞ্জে হিন্দু নেতারা

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার গুজব সৃষ্টিসহ সংখ্যালঘুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। আজ বুধবার সকালে গুজবের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখা জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, ‘এই আন্দোলনে দেশে পাঁচজন হিন্দু সম্প্রদায়ের লোক নিহত হয়েছে। এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এগুলোর বিচার হয়নি। হিন্দুদের ব্যবহার করে একটি মহল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। আমরা সকল হত্যা ও হামলার বিচার চাই। চলমান আন্দোলনের বিএনপির নেতারা হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন। বিএনপি নেতাদের কারণে সিরাজগঞ্জে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেনি।’

বক্তারা আরও বলেন, সিরাজগঞ্জে তিন-চারটি হিন্দুবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার বাড়ির মালিকেরা প্রত্যেকেই সক্রিয় আওয়ামী লীগ নেতা ও লুটেরা। পদত্যাগী শেখ হাসিনা সরকার আমলে তাঁরা বিরোধী মত দমনে হামলা–মামলা করেছেন। যার ফলে বিক্ষুব্ধ ব্যক্তিরা এই হামলা চালিয়েছে। এ ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় তাঁরা বিগত সময়ে হওয়া সব সংখ্যালঘু নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্ট রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর ঘোষ শুভ, সিরাজগঞ্জ পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সম্পাদক মানিক শাহ, অ্যাডভোকেট ইন্দ্রজিৎ শাহ, অমন কৃষ্ণ দাস, সমিত কুমার কর্কার, আনন্দ ঘোষ প্রমুখ।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড