হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে মাদকসেবী সন্দেহে ৬ যুবক আটক, মুচলেকায় ছেড়েছেন প্রক্টর

রাবি, প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মাদকসেবী সন্দেহে ছয়জন বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবনের পাশ থেকে তাঁদের আটক করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। 

আটকৃতরা হলেন—রানীনগর এলাকার সাব্বির আরাফাত ও সিহাব, দুর্গাপুরের মনিরুল ইসলাম, নগরীর ভদ্রা এলাকার ইমরান, চক পাড়ার মাসুম এবং নগরীর শিরোইল এলাকার সিহাব শেখ। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘তিনটি মোটরসাইকেলে করে ওই ছয় যুবক বেপরোয়াভাবে ক্যাম্পাসে চলাচল করছিলেন। বিষয়টি আমরা সিসি ক্যামেরায় দেখি। পরবর্তীতে খবর আসে তাঁরা কুদরত-ই-খুদা ভবনের পাশে বসে মাদক সেবন করছে। খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে প্রক্টরিয়াল টিম সেখানে যায়। তবে প্রক্টরিয়াল বড়ির সদস্যদের দেখে তাঁরা মাদকদ্রব্য পাশের পুকুরে ফেলে দেয়।’ 

প্রক্টর আরও বলেন, ‘তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। এ ছাড়া ক্যাম্পাসে মাদক সেবন করার অপরাধে তাদের আটক করা হয়েছিল। পরবর্তীতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ সেই সঙ্গে ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে প্রক্টরিয়াল টিমের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধ্যাপক আসাবুল হক।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল