হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে মাদকসেবী সন্দেহে ৬ যুবক আটক, মুচলেকায় ছেড়েছেন প্রক্টর

রাবি, প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মাদকসেবী সন্দেহে ছয়জন বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবনের পাশ থেকে তাঁদের আটক করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। 

আটকৃতরা হলেন—রানীনগর এলাকার সাব্বির আরাফাত ও সিহাব, দুর্গাপুরের মনিরুল ইসলাম, নগরীর ভদ্রা এলাকার ইমরান, চক পাড়ার মাসুম এবং নগরীর শিরোইল এলাকার সিহাব শেখ। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘তিনটি মোটরসাইকেলে করে ওই ছয় যুবক বেপরোয়াভাবে ক্যাম্পাসে চলাচল করছিলেন। বিষয়টি আমরা সিসি ক্যামেরায় দেখি। পরবর্তীতে খবর আসে তাঁরা কুদরত-ই-খুদা ভবনের পাশে বসে মাদক সেবন করছে। খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে প্রক্টরিয়াল টিম সেখানে যায়। তবে প্রক্টরিয়াল বড়ির সদস্যদের দেখে তাঁরা মাদকদ্রব্য পাশের পুকুরে ফেলে দেয়।’ 

প্রক্টর আরও বলেন, ‘তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। এ ছাড়া ক্যাম্পাসে মাদক সেবন করার অপরাধে তাদের আটক করা হয়েছিল। পরবর্তীতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ সেই সঙ্গে ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে প্রক্টরিয়াল টিমের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধ্যাপক আসাবুল হক।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক