হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে মাদকসেবী সন্দেহে ৬ যুবক আটক, মুচলেকায় ছেড়েছেন প্রক্টর

রাবি, প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মাদকসেবী সন্দেহে ছয়জন বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবনের পাশ থেকে তাঁদের আটক করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। 

আটকৃতরা হলেন—রানীনগর এলাকার সাব্বির আরাফাত ও সিহাব, দুর্গাপুরের মনিরুল ইসলাম, নগরীর ভদ্রা এলাকার ইমরান, চক পাড়ার মাসুম এবং নগরীর শিরোইল এলাকার সিহাব শেখ। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘তিনটি মোটরসাইকেলে করে ওই ছয় যুবক বেপরোয়াভাবে ক্যাম্পাসে চলাচল করছিলেন। বিষয়টি আমরা সিসি ক্যামেরায় দেখি। পরবর্তীতে খবর আসে তাঁরা কুদরত-ই-খুদা ভবনের পাশে বসে মাদক সেবন করছে। খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে প্রক্টরিয়াল টিম সেখানে যায়। তবে প্রক্টরিয়াল বড়ির সদস্যদের দেখে তাঁরা মাদকদ্রব্য পাশের পুকুরে ফেলে দেয়।’ 

প্রক্টর আরও বলেন, ‘তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। এ ছাড়া ক্যাম্পাসে মাদক সেবন করার অপরাধে তাদের আটক করা হয়েছিল। পরবর্তীতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ সেই সঙ্গে ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে প্রক্টরিয়াল টিমের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধ্যাপক আসাবুল হক।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম