রাজশাহীতে সমাবেশ ঘিরে পাবনায় বিএনপির লোকজন প্রচারপত্র বিলি করতে গিয়ে যুবলীগের বাধার মুখে পড়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর পাবনা সদরের হাজীরহাট এলাকায় প্রচারপত্র বিলি করার সময় তাঁদের বাধা দেওয়া হয়। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিবলী সাদিক বলেন, ‘আমাদের দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচারপত্র দেওয়ার চেষ্টার করলে আমরা বাধা দিয়েছি। এ সময় সামান্য বাগ্বিতণ্ডা হয়েছে।’
জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘আগামী ২৮ জুলাই বিএনপির রাজশাহীর সম্মেলন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রচারপত্র বিলি করতে শহরের আরিফপুর হাজীরহাট এলাকায় যায়। সেখানে প্রচারপত্র বিলি করার সময় যুবলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে।’ তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
মাসুদ আলম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।