হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ শেখের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা করেছে এক গৃহবধূ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলাটি দায়ের করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলিম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌরসভার জানপুর মহল্লার ছাকমান শেখের ছেলে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ শেখ জোড়পূর্বক এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। তাঁর চিৎকারে গৃহবধূর শাশুড়ি এগিয়ে আসলে আকাশ শেখ পালিয়ে যায়। ছাত্রলীগ নেতার এমন ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনা চলছে। এঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের আলোকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মামলাটি আমলে নিয়েছে। 

গৃহবধূর স্বামী জানান, দীর্ঘদিন ধরে এই ছাত্রলীগের নেতা আকাশ আমার স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ সকল বিষয়ে স্থানীয় কাউন্সিলর এবং আকাশের পরিবারের কাছে অভিযোগ করেছি। কিন্তু তারা কোন বিচার দেয়নি। সেই কারণে ক্ষিপ্ত হয়ে গত ২০ সেপ্টেম্বর আমি কাজের উদ্দেশ্য বাইরে থাকায় পরিকল্পিতভাবে আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার উপযুক্ত বিচার চাই। 

এ ব্যাপারে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ শেখ জানান, গৃহবধূর শাশুড়ির সঙ্গে একটু কথা-কাটাকাটি হয়েছিল। এ ঘটনায় পুলিশ এসে তদন্ত করেছে আমি জানি। কিন্তু মামলা হয়েছে কি না আমার জানা নেই। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী