বঙ্গবন্ধুর ম্যুরাল করা ‘পাপ হবে’ বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়রকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর বক্তব্যের বিষয়ে আজ বুধবার বিকালে জরুরি সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। সভায় তাঁকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ইয়াসিন আলী জানান, উপজেলা আওয়ামী লীগ বহিষ্কার করতে পারে না। তাই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার সকালে তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। তিন দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে। এই জবাব আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কাগজপত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে।