হোম > সারা দেশ > রাজশাহী

দলীয় রাজনীতি চায় না আহলে হাদিস আন্দোলন: ড. আসাদুল্লাহ গালিব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে তাবলিগি ইজতেমায় আসাদুল্লাহ আল-গালিব। ছবি: সংগৃহীত

আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোনো দলীয় রাজনীতি চায় না। দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচনব্যবস্থা চালুর দাবি তাদের। রাজশাহীতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৩৫তম বার্ষিক তাবলিগি ইজতেমার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার সরকারের প্রতি এ প্রস্তাব পেশ করেন সংগঠনের আমির ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

ড. আসাদুল্লাহ আল-গালিব জুমার নামাজের খুতবায় এ বক্তব্য দেন। এ সময় সরকারের প্রতি ১৩টি প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে বাংলাদেশে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে ইসলামি খেলাফত ব্যবস্থা কায়েম করা, দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচনব্যবস্থা চালুর মাধ্যমে বিদ্যমান দলীয় রাজনীতি থেকে দেশকে রক্ষা করার প্রস্তাব পেশ করেছেন আহলে হাদিস আন্দোলনের বাংলাদেশ প্রধান।

জুমার খুতবায় মুহাম্মাদ আসাদুল্লাহ গালিব বলেন, ‘বাংলাদেশে একটি জুলুম-অবিচারপূর্ণ শাসনামলের পর নতুন একটি যুগ সূচিত হয়েছে। তবে যদি ইসলামের ন্যায়বিচার ও মানবতাপূর্ণ সমাজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া না হয়, পুনরায় জুলুম ফিরে আসবে নতুন রূপে। এ জন্য যেকোনো মূল্যে ইসলামের আলোকে একটি ইনসাফপূর্ণ মানবিক সমাজ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। ইসলামের ভিত্তিতে সমাজসংস্কারের মাধ্যমে স্থায়ী সংস্কারের পথে অগ্রযাত্রা করতে হবে।’

গত বৃহস্পতিবার এ ইজতেমা শুরু হয়। তাতে দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। আজ শনিবার ফজর পর্যন্ত ইজতেমা চলে। জুমার নামাজের পর মুসল্লিরা ফিরতে শুরু করেন।

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা