হোম > সারা দেশ > রাজশাহী

দলীয় রাজনীতি চায় না আহলে হাদিস আন্দোলন: ড. আসাদুল্লাহ গালিব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে তাবলিগি ইজতেমায় আসাদুল্লাহ আল-গালিব। ছবি: সংগৃহীত

আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোনো দলীয় রাজনীতি চায় না। দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচনব্যবস্থা চালুর দাবি তাদের। রাজশাহীতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৩৫তম বার্ষিক তাবলিগি ইজতেমার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার সরকারের প্রতি এ প্রস্তাব পেশ করেন সংগঠনের আমির ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

ড. আসাদুল্লাহ আল-গালিব জুমার নামাজের খুতবায় এ বক্তব্য দেন। এ সময় সরকারের প্রতি ১৩টি প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে বাংলাদেশে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে ইসলামি খেলাফত ব্যবস্থা কায়েম করা, দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচনব্যবস্থা চালুর মাধ্যমে বিদ্যমান দলীয় রাজনীতি থেকে দেশকে রক্ষা করার প্রস্তাব পেশ করেছেন আহলে হাদিস আন্দোলনের বাংলাদেশ প্রধান।

জুমার খুতবায় মুহাম্মাদ আসাদুল্লাহ গালিব বলেন, ‘বাংলাদেশে একটি জুলুম-অবিচারপূর্ণ শাসনামলের পর নতুন একটি যুগ সূচিত হয়েছে। তবে যদি ইসলামের ন্যায়বিচার ও মানবতাপূর্ণ সমাজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া না হয়, পুনরায় জুলুম ফিরে আসবে নতুন রূপে। এ জন্য যেকোনো মূল্যে ইসলামের আলোকে একটি ইনসাফপূর্ণ মানবিক সমাজ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। ইসলামের ভিত্তিতে সমাজসংস্কারের মাধ্যমে স্থায়ী সংস্কারের পথে অগ্রযাত্রা করতে হবে।’

গত বৃহস্পতিবার এ ইজতেমা শুরু হয়। তাতে দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। আজ শনিবার ফজর পর্যন্ত ইজতেমা চলে। জুমার নামাজের পর মুসল্লিরা ফিরতে শুরু করেন।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক