হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার কৈজুড়ী ইউনিয়নের ঠুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আরও ১০ জন আহত হয়েছেন। 

নিহত দুলাল মল্লিক (৫৫) ঠুটিয়া গ্রামের বাসিন্দা। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহত ব্যক্তিদের মধ্যে খোকন সরদার, রফিক সরদার, রজব আলী সরদার ও ইউসুব সরদারকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

কৈজুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, চরের জমি নিয়ে ঠুটিয়া গ্রামের ইসলাম মল্লিক ও শুকুর ব্যাপারীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমির সীমানাপ্রাচীর নির্ধারণ করার জন্য উভয় পক্ষ আজ বৈঠকে বসে। বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ হয়। 

হাসপাতালে আহত খোকন সরদার অভিযোগ করে বলেন, ‘চরের জমির সীমানা নিয়ে কৈজুড়ী ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের উপস্থিতিতে বৈঠক বসে। এ সময় শুকুর ব্যাপারীর লোকজন লাঠি, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় ইসলাম মল্লিকের পক্ষের দুলাল মল্লিক নিহত এবং অন্তত ১০ জন আহত হন। হামলাকারীরা দোকানপাট ভাঙচুর ও গরু লুট করে নিয়ে যায়।’ 

এ বিষয়ে কৈজুড়ী ইউপি চেয়ারম্যান বলেন, ‘জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগে সালিস হয়েছে। আজ শনিবার আমরা জমি নিয়ে মীমাংসার জন্য বৈঠকে বসেছিলাম। তাঁদের কথাবার্তা শুনেছি। বৈঠক শেষে আমরা চলে আসার পর খবর পেলাম উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। একজন মারাও গেছেন।’ 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় আনা হয়েছে। আগামীকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড