হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার কৈজুড়ী ইউনিয়নের ঠুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আরও ১০ জন আহত হয়েছেন। 

নিহত দুলাল মল্লিক (৫৫) ঠুটিয়া গ্রামের বাসিন্দা। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহত ব্যক্তিদের মধ্যে খোকন সরদার, রফিক সরদার, রজব আলী সরদার ও ইউসুব সরদারকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

কৈজুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, চরের জমি নিয়ে ঠুটিয়া গ্রামের ইসলাম মল্লিক ও শুকুর ব্যাপারীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমির সীমানাপ্রাচীর নির্ধারণ করার জন্য উভয় পক্ষ আজ বৈঠকে বসে। বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ হয়। 

হাসপাতালে আহত খোকন সরদার অভিযোগ করে বলেন, ‘চরের জমির সীমানা নিয়ে কৈজুড়ী ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের উপস্থিতিতে বৈঠক বসে। এ সময় শুকুর ব্যাপারীর লোকজন লাঠি, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় ইসলাম মল্লিকের পক্ষের দুলাল মল্লিক নিহত এবং অন্তত ১০ জন আহত হন। হামলাকারীরা দোকানপাট ভাঙচুর ও গরু লুট করে নিয়ে যায়।’ 

এ বিষয়ে কৈজুড়ী ইউপি চেয়ারম্যান বলেন, ‘জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগে সালিস হয়েছে। আজ শনিবার আমরা জমি নিয়ে মীমাংসার জন্য বৈঠকে বসেছিলাম। তাঁদের কথাবার্তা শুনেছি। বৈঠক শেষে আমরা চলে আসার পর খবর পেলাম উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। একজন মারাও গেছেন।’ 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় আনা হয়েছে। আগামীকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত