হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে ফুটবল খেলা নিয়ে উত্তেজনা, প্রক্টর আহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উত্তেজনার সময় প্রক্টর অধ্যাপক আসাবুল হক আহত হন। আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রসায়ন বিভাগ ও আইন বিভাগের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে আইন বিভাগ ৩-১ গোলে পরাজিত হয়। আইন বিভাগের শিক্ষার্থীরা খেলার মাঠের রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন। এদিকে মাঠের ভেতরে যাওয়ার জন্য স্টেডিয়ামের গেট ধরে আইন বিভাগের শিক্ষার্থীরা জোরে টানাটানি করতে থাকেন। এ সময় প্রক্টর আসাবুল হক সেখানে উপস্থিত হন। শিক্ষার্থীরা গেট খুলে দিতে গেটে জোরে টান দেন। তখন সেটি প্রক্টর আসাবুল হকের মাথায় লাগে। এতে তাঁর মাথা ফেটে যায়।

এ বিষয়ে আহত প্রক্টর অধ্যাপক আসাবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের ঘটনা একটি দুর্ঘটনার মতো। আমি এখন সুস্থ আছি। অফিসে আছি। বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটির ব্যবস্থা গ্রহণের ব্যাপারটি আমরা দেখছি।’

এর আগে গত রোববার ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ওই ঘটনাও ঘটে ফুটবল খেলাকে কেন্দ্র করে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের পর দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ওই শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় জড়িত রাবি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী আবু সিনহা সৌমিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বুধবার রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ও সাধারণ-সম্পাদক অধ্যাপক ড. কুদরত-ই-জাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত