হোম > সারা দেশ > রাজশাহী

চিনির দাম বেশি চাওয়া নিয়ে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, আহত ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সুগার মিলে চিনির দাম নিয়ে পাল্টাপাল্টি হামলা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী সুগার মিলে চিনির দাম বেশি চাওয়ার প্রতিবাদ করায় রফিকুল ইসলাম নামে এক মৌসুমি চালককে ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর লোকজন সুগার মিলের প্রশাসনিক ভবনে পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় মারফুল ইসলাম দুলাল নামে মিলের এক ওজনদার আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজশাহী সুগার মিলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, এক বস্তা (৫০ কেজি) চিনির দাম ৬ হাজার ২০০ টাকা। কিন্তু তাঁর কাছে সাড়ে ৬ হাজার টাকা চাওয়া হয়। এর প্রতিবাদ করলে রেশন বিতরণের দায়িত্বে থাকা করণিক শাহীনুর রহমান ও ওজনদার মারফুল বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এতে চোখের নিচে জখম হয়। মার খেয়ে তিনি চিনিকল থেকে বের হয়ে বাসায় চলে যান। এ সময় তাঁকে রক্তাক্ত দেখে ‘এলাকার ছেলেরা’ চিনিকলে হামলা চালায়।

রেশন করণিক শাহীনুর বলেন, দুপুরের দিকে রফিকুল রেশনের এক মণ চিনি নিতে আসেন। এ সময় তাঁর কাছে চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরও ২০ টাকা চাইলে তর্কবিতর্ক শুরু করেন। এর জেরে রফিকুল ফোন করে নিজের এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন। কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত এসে প্রশাসন ভবনে হামলা করে। এ সময় তাঁকে ও মারফুলকে মারধর করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর বলেন, ‘হামলাকারীরা তিনতলা প্রশাসন ভবনের প্রতিটি ফ্লোরেই কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ভাঙচুর করেছে। চেয়ার, টেবিল ও টেবিলের কাচ ভাঙা হয়েছে। সাতটি কম্পিউটার ও প্রিন্টার ভেঙে ফেলা হয়েছে। চিনি বিক্রির কিছু টাকাও লুট হয়েছে। এ ব্যাপারে আমরা দ্রুতই থানায় একটা অভিযোগ দায়ের করব।’

তিনি বলেন, ‘কেন এমন ঘটনা ঘটেছে, সেটা এখনই বলতে পারছি না। পুলিশ এসেছে, তদন্ত করছে।’

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘প্রাথমিক তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক