হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী কলেজের ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আটক ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী কলেজের এক কর্মীকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা আড়াইটার দিকে মারধরের পর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক শিক্ষার্থীর নাম আতিকুর রহমান। তিনি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। বাবার নাম আবদুল খালেক।

প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, দুপুরে মুসলিম ছাত্রাবাসের সামনের একটি চায়ের দোকানে বসে ছিলেন আতিকুর রহমান। এ সময় কিছু শিক্ষার্থী তাকে সেখান থেকে মুসলিম ছাত্রাবাসে ধরে নিয়ে যান। এরপর তাঁর মোবাইল ফোনে দেখা যায়, তিনি এখনো ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত আছেন। তখন তাঁকে মারধর করা হয় এবং তুলে দেওয়ার জন্য পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মী আতিকুরকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে নিয়ে আসে। তাঁর নামে মামলা করা হবে। এরপর আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা