হোম > সারা দেশ > রাজশাহী

কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি যুবলীগ নেতা আসলামকে অব্যাহতি

সিরাজগঞ্জ প্রতিনিধি

কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজ বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা আলী আসলামকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয় জেলা যুবলীগ। 

সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল, যুগ্ম-আহ্বায়ক হাসান শহীদ চঞ্চল, সঞ্জয় সাহা ও আলহাজ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির বিষয়টি কেন্দ্রীয় কমিটির নেতাদের জানানো হয়েছে। 

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কাজীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম ভুক্তভোগী তরুণীর বান্ধবীর স্বামী। সেই সুবাদে তাঁদের পরিচয়। আলী আসলাম যুবলীগের নেতা হওয়ায় বিভিন্ন সময়ে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন। এরই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল আলী আসলাম ওই তরুণীকে কাগজপত্র নিয়ে তাঁর বাড়িতে আসতে বলেন। পরে তাঁদের মধ্যে আলাপ-আলোচনার একপর্যায়ে যুবলীগের নেতা বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ করেন। এরপর বিয়ের প্রলোভন ও সরকারি চাকরি দেওয়ার কথা বলে তিনি ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। এরই একপর্যায়ে ওই তরুণী বিয়ের জন্য যুবলীগ নেতাকে চাপ সৃষ্টি করলে তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এরপর গত ১১ নভেম্বর বিয়ের দাবিতে যুবলীগ নেতা আলী আসলামের বাড়িতে অনশন করেন তরুণী। রাতে বিয়ের জন্য কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে যুবলীগ নেতা আসলাম তাঁর এক পরিচিত ছোট ভাই আরিফের বাড়িতে নিয়ে যান। সেখানে যুবলীগ নেতা ভয়ভীতি দেখিয়ে তরুণীর সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক হয়নি মর্মে স্বীকারোক্তিমূলক একটি ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেন। 

মিথ্যা স্বীকারোক্তি ফেসবুকে প্রচার এবং ওই তরুণীর পরিবারের প্রতি ভয়ভীতি চলমান থাকায় গত ৯ ডিসেম্বর বিকেলে তরুণী আত্মহত্যার উদ্দেশ্যে বিষ পান করেন। পরেব তাঁকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ ডিসেম্বর যুবলীগনেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কালেজছাত্রী।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর