হোম > সারা দেশ > রাজশাহী

বিমার টাকা না পেয়ে মামলা, বাদীসহ ৩ জনকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

আদালত থেকে ফেরার পথে রাজশাহীতে তিন যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজপাড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করে। তবে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা যায়নি।

আজ মঙ্গলবার রাজশাহীর আদালতসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

উদ্ধার ব্যক্তিরা হলেন বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ (৩৫), একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫) ও মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০)।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মজিদ বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়, বাগমারার পিরলী সেনপাড়া গ্রামের সাজেদুর রহমানের কথামতো ‘গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স’ নামের একটি বিমা কোম্পানিতে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। এর মধ্যে গত ২০ জুন আব্দুল মজিদ তাঁর জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান।

এরপর প্রতারণার অভিযোগে তিনি আজ রাজশাহীর আদালতে মামলা করতে যান। তাঁর সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল, মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন ও সোহাগ হোসেন (২৮) নামের আরেক ব্যক্তি।

মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুর ইসলাম, ছাদিকুর রহমানসহ আরও ৮-১০ জন তাঁদের পথরোধ করেন। এ সময় সোহাগ পালিয়ে গেলেও বাদীসহ তিনজনকে মারধর করে তাঁরা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, পরে পালিয়ে যাওয়া সোহাগ ৯৯৯ নম্বরে ফোন করলে রাজপাড়া থানা-পুলিশ কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে তিন অপহৃতকে উদ্ধার করে।

এর আগে অপহরণকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এমনকি শহিদ মণ্ডলের ফোন ব্যবহার করে তাঁর পরিবারের কাছে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করেন। উদ্ধারের পর আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁরা রাজপাড়া থানায় গিয়ে মামলা করেন।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম