হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মা সেতু নিয়ে গুজব, যুবকের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে—এমন গুজব ছড়ানোর মামলায় রাজশাহীতে এক যুবকের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

আলাদা দুটি ধারায় আজ মঙ্গলবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. রাজিব (২১)। রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর হাজিপাড়ায় তাঁর বাড়ি। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসমত আরা জানান, পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগছে—ফেসবুকে এ রকম গুজব ছড়ানোর অভিযোগে দুর্গাপুর থানা-পুলিশ রাজিবকে গ্রেপ্তার করেছিল। এ নিয়ে ২০২০ সালের ৮ অক্টোবর রাজিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে পুলিশ।

এই মামলায় আসামি দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত মামলার রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ইসমত আরা আরও জানান, একটি ধারায় আদালত আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই ২ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড। আরেকটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা