হোম > সারা দেশ > রাজশাহী

দুর্গাপুরে ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে ট্রাক চাপায় শান্ত হাসান (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা মোড় সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শান্ত রাজশাহীর বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রামের জেকের আলীর ছেলে। তিনি রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন হাসান। তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় রাজশাহী মেডিকেল হাসপাতালের নেওয়ার পরপরই শান্ত মারা যান। এর আগে বিকেলে দুর্গাপুর সদর উপজেলা মোড় সংলগ্ন সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি।’ 

পথচারীরা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান। ট্রাকটি থানা-হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পরিদর্শক নয়ন হাসান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর উপজেলা মোড় সংলগ্ন সড়কে মোটরসাইকেল আরোহী শান্তর সামনে দিয়ে একটি ট্রাকটি যাচ্ছিল। পেছন থেকে ট্রাকটি অতিক্রম করার চেষ্টা করেন শান্ত। কিন্তু সড়কের ধারে বালুর স্তূপ থাকায় তাঁর মোটরসাইকেল পিছলে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হন। 

পথচারীরা শান্তকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। 
এরপর স্বজনদের খবর দেন তাঁরা। কিন্তু শান্তর বাড়ি বাগমারা উপজেলা হওয়ায় স্বজনদের আসতে দেরি হয়। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সন্ধ্যা ৭টার দিকে আসেন তাঁর স্বজনরা। পরে সেখান থেকে শান্তকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান পরিবারের লোকজন।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার