রাজশাহীর দুর্গাপুরে খেত থেকে দুটি মৌমাছির বাক্স চুরি হওয়ার অভিযোগ উঠছে। বাক্স দুটিতে চায়না জাতের মৌমাছি ছিল বলে জানা গেছে।
গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কাশিপুর গ্রামের একটি সরিষা খেত এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আশিকুর রহমান বলেন, দুটি গ্রামের তিন স্থানে শতাধিক মৌ-বাক্স রয়েছে। প্রতিটি বাক্সে চায়না জাতের মৌমাছি রয়েছে। কাশিপুর গ্রামের এই সরিষা মাঠে মৌ-বাক্স রয়েছে ৩২ টি। সেখান থেকে ৮ থেকে ১০ দিন পরপর মধু সংগ্রহ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে মধু সংগ্রহ করতে গেলে দুটি মৌ-বাক্স পাওয়া যায়নি।
আশিকুর বলেন, দুটি মৌ-বাক্সে মৌমাছি ও মধুসহ চুরি হওয়ায় প্রায় ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তিন জায়গা মৌ-বাক্স বসানো হয়েছে। এ কারণে সব সময় পাহারা দেওয়া সম্ভব হয় না।
এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘এ ধরনের অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’