হোম > সারা দেশ > রাজশাহী

সাঁথিয়ায় হাট বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর রেলস্টেশনে হাট বন্ধ করে দিয়েছেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম। আজ রোববার সকাল ৮টার দিকে তিনি মাইকিং করে দোকানপাঠ উচ্ছেদসহ হাট বন্ধ করেন।

জানা গেছে, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর ও আশপাশের কয়েক গ্রামের লোক মিলিত হয়ে রাজাপুর রেলস্টেশনে প্রতি সপ্তাহের বুধবার ও রোববার হাট বসানোর সিদ্ধান্ত নেন।

সেই মোতাবেক আজ রোববার ভোর থেকে পেঁয়াজ, রসুন, আলু, মরিচসহ বিভিন্ন পণ্যের হাট বসে। সংবাদ পেয়ে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম পুলিশসহ উপস্থিত হয়ে উক্ত হাট ভেঙে দেন। মাইকিং করে আরও বলেন, ‘সরকারি নির্দেশনা ছাড়া ভবিষ্যতে হাট বসানো যাবে না।’

ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু বলেন, ‘স্থানীয়রা উদ্যোগ নিয়ে হাট বসিয়েছেন। তারা সরকারি নিয়ম মেনে জমি লিখে দিয়ে হাট বসাবে। এখানে রেল স্টেশন ও পাবনা-ঢাকা মহাসড়কের পাশে অনেক বিস্তর জায়গায় জনগণের সুবিধার্থে হাট হতে পারে।’

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম বলেন, ‘ইজারা ছাড়া কোনো হাট বসানো যাবে না। হাট বসাতে হলে জমি সরকারের নামে লিখে দিয়ে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ইজারাদার নিয়োগ দিয়ে হাট বসাতে হবে। সরকসরি নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর