হোম > সারা দেশ > রাজশাহী

সাঁথিয়ায় হাট বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর রেলস্টেশনে হাট বন্ধ করে দিয়েছেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম। আজ রোববার সকাল ৮টার দিকে তিনি মাইকিং করে দোকানপাঠ উচ্ছেদসহ হাট বন্ধ করেন।

জানা গেছে, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর ও আশপাশের কয়েক গ্রামের লোক মিলিত হয়ে রাজাপুর রেলস্টেশনে প্রতি সপ্তাহের বুধবার ও রোববার হাট বসানোর সিদ্ধান্ত নেন।

সেই মোতাবেক আজ রোববার ভোর থেকে পেঁয়াজ, রসুন, আলু, মরিচসহ বিভিন্ন পণ্যের হাট বসে। সংবাদ পেয়ে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম পুলিশসহ উপস্থিত হয়ে উক্ত হাট ভেঙে দেন। মাইকিং করে আরও বলেন, ‘সরকারি নির্দেশনা ছাড়া ভবিষ্যতে হাট বসানো যাবে না।’

ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু বলেন, ‘স্থানীয়রা উদ্যোগ নিয়ে হাট বসিয়েছেন। তারা সরকারি নিয়ম মেনে জমি লিখে দিয়ে হাট বসাবে। এখানে রেল স্টেশন ও পাবনা-ঢাকা মহাসড়কের পাশে অনেক বিস্তর জায়গায় জনগণের সুবিধার্থে হাট হতে পারে।’

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম বলেন, ‘ইজারা ছাড়া কোনো হাট বসানো যাবে না। হাট বসাতে হলে জমি সরকারের নামে লিখে দিয়ে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ইজারাদার নিয়োগ দিয়ে হাট বসাতে হবে। সরকসরি নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী