হোম > সারা দেশ > রাজশাহী

‘চোর’ সন্দেহে রাবির ছাত্রী হল থেকে বহিরাগত তরুণী আটক

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক ছাত্রী হল থেকে চোর সন্দেহে এক নারীকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাঁর কাছ থেকে বেশ কিছু চাবি জব্দ করে পুলিশ। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল থেকে তাঁকে আটক করা হয়। 

আটক নারীর নাম শ্রাবণী আক্তার (২০)। তিনি নাটোরের সিংড়া উপজেলার মমিনপুর গ্রামের ওসমান আলীর মেয়ে। 

হল সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে ভুয়া পরিচয় দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে প্রবেশ করেন শ্রাবণী নামের ওই তরুণী। পরে তিনি হলের ভেতরে গিয়ে বিভিন্ন কক্ষে উঁকি দিতে থাকেন। এতে ওই হলের আবাসিক ছাত্রীরা তাঁকে দেখে সন্দেহ হওয়ায় আটক করে। পরে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে প্রাধ্যক্ষকে খবর দেয় শিক্ষার্থীরা। প্রাধ্যক্ষ আসলে আটক শ্রাবণীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তাঁর কাছ থেকে বেশ কিছু চাবি জব্দ করে পুলিশ। 

এ বিষয়ে বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ ফারজানা কাইয়ুম কেয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আটক নারী হলের বিভিন্ন ফ্লোরে এলোমেলোভাবে ঘুরতে থাকে। মেয়েরা অপরিচিত দেখে সন্দেহ করে আটক করে আমাকে খবর দেয়। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘ওই নারীকে হল প্রশাসন আমাদের কাছে হস্তান্তর করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।’

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ