রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম মোস্তফার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হালিম শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
জেলা পুলিশের আদালত পরিদর্শক পরিমল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিমল চক্রবর্তী জানান, আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছিলেন বিএনপি নেতা নাদিম মোস্তফা। আদালত তার জামিন মঞ্জুর করেছেন। পরে আদেশের কপি কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ২৩ নভেম্বর রাজশাহী নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা। ২০১৫ সালের একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।