হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতারণার মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বুধবার রাজশাহীর মানব পাচার ট্রাইব্যুনালে এ মামলা করেন ভুক্তভোগী আবু তালেব মুন্না।

এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুস সবুর খান। ভুক্তভোগী আবু তালেব রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম আবদুল করিম। তিনি সরদহে বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত। চাঁপাইনবাবগঞ্জের বারোঘোরিয়া এলাকায় তাঁর বাড়ি। অপর পুলিশ সদস্য হলেন আবদুল করিমের সহযোগী মমিন আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরের বাসিন্দা।

বাদীপক্ষের আইনজীবী আব্দুস সবুর খান আজকের পত্রিকাকে বলেন, ‘২০২০ সালে কারারক্ষী পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে আবু তালেবের কাছ থেকে ১৪ লাখ টাকা নেন পুলিশ সদস্য আবদুল করিম। তবে তিনি চাকরি পাইয়ে দিতে পারেননি। পরে টাকা ফেরত চাইলে তিনি কৌশলে আদম ব্যাপারীর মাধ্যমে আবু তালেবকে দুবাই পাঠিয়ে দেন।’

সবুর খান আরও বলেন, ‘গত বছরের নভেম্বর মাসে দুবাইয়ে গিয়ে আবু তালেব পড়েন মমিন আলীর খপ্পরে। তাঁকে সেখানে আটকে রাখা হয়। টানা ৩৮ দিন বন্দী থাকার পর আরও ৫ লাখ টাকা দিয়ে মেলে মুক্তি। এরপর গত ৩০ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন।’

আইনজীবী আব্দুস সবুর বলেন, আদালত আবু তালেবের অভিযোগ আমলে নিয়েছেন। মামলাটি তদন্তের জন্য চারঘাট থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

এ অভিযোগের বিষয়ে জানতে পুলিশ একাডেমিতে কর্মরত আবদুল করিমের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। 

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা