হোম > সারা দেশ > রাজশাহী

ভুঁইফোড় নয়, দলে স্থান পাবেন ত্যাগী নেতা-কর্মীরা: রেজাউল করিম বাদশা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

আজ রোববার সকালে শেরপুর উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভুঁইফোড় বা হঠাৎ করে আবির্ভূত সুবিধাভোগীদের নয়, বরং ত্যাগ ও পরীক্ষার মধ্য দিয়ে গড়া দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন করবে বলে জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, ‘যারা ১৭ বছর ধরে নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করেছেন, নিপীড়ন সহ্য করেছেন, তাঁরাই আমাদের অগ্রাধিকার হবেন।’

আজ রোববার (২৯ জুন) সকালে শেরপুরে জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে শেরপুর উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি এসব কথা বলেন।

রেজাউল করিম বাদশা বলেন, ‘বিএনপি যখন রাজপথে আন্দোলন করেছে, তখন যারা লাঠি-গুলির মুখে মাঠে নামেনি, তারা এখন দলের পদ-পদবি নিয়ে স্বপ্ন দেখছে—এটা হতে দেওয়া যাবে না। ভুঁইফোড়দের জন্য বিএনপিতে জায়গা নেই। প্রকৃত ত্যাগীদের মধ্য থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু। প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, সহসাধারণ সম্পাদক তৌহিদুল আলম মামুন, কে এম খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান হেলাল, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, বিএনপি নেতা পিয়ার হোসেন, মাহবুবুল আলম হিরু, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, জাকারিয়া মাসুদ, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ মোহাম্মদ কাওসার কলিংস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন এবং পৌর সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর