হোম > সারা দেশ > রাজশাহী

ভুঁইফোড় নয়, দলে স্থান পাবেন ত্যাগী নেতা-কর্মীরা: রেজাউল করিম বাদশা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

আজ রোববার সকালে শেরপুর উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভুঁইফোড় বা হঠাৎ করে আবির্ভূত সুবিধাভোগীদের নয়, বরং ত্যাগ ও পরীক্ষার মধ্য দিয়ে গড়া দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন করবে বলে জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, ‘যারা ১৭ বছর ধরে নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করেছেন, নিপীড়ন সহ্য করেছেন, তাঁরাই আমাদের অগ্রাধিকার হবেন।’

আজ রোববার (২৯ জুন) সকালে শেরপুরে জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে শেরপুর উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি এসব কথা বলেন।

রেজাউল করিম বাদশা বলেন, ‘বিএনপি যখন রাজপথে আন্দোলন করেছে, তখন যারা লাঠি-গুলির মুখে মাঠে নামেনি, তারা এখন দলের পদ-পদবি নিয়ে স্বপ্ন দেখছে—এটা হতে দেওয়া যাবে না। ভুঁইফোড়দের জন্য বিএনপিতে জায়গা নেই। প্রকৃত ত্যাগীদের মধ্য থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু। প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, সহসাধারণ সম্পাদক তৌহিদুল আলম মামুন, কে এম খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান হেলাল, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, বিএনপি নেতা পিয়ার হোসেন, মাহবুবুল আলম হিরু, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, জাকারিয়া মাসুদ, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ মোহাম্মদ কাওসার কলিংস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন এবং পৌর সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী