হোম > সারা দেশ > রাজশাহী

পথের ধারে সোনারঙা সোনালু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গাছে যত পাতা, এর চেয়ে বহুগুণ ফুল। পুরো গাছ ছেয়ে আছে ফুলে। গ্রীষ্মের খরতাপেও সোনারঙা তরতাজা এই ফুল শোভা ছড়াচ্ছে রাজশাহীর রাস্তায়। ফুলটির নাম সোনালু। শহরের সৌন্দর্য বৃদ্ধিতে লাগানো এই গাছের ফুল এখন প্রশান্তি এনে দিচ্ছে পথচারীদের চোখে। 

রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কের পাশে ফুটপাতে এই ফুলের গাছ দেখা মিলছে। শীতে সব পাতা ঝরে গিয়েছিল গাছটির। শুধু ডাল নিয়ে পাতাহীন গাছগুলো দাঁড়িয়ে ছিল মৃতের মতো। গ্রীষ্মের শুরুতেই দু-একটি কচিপাতার সঙ্গে ফুল ফুটতে শুরু করে এই গাছে। এখন পুরো গাছই হলদে ফুলে ছেয়ে গেছে। ফুলের ফাঁকে ফাঁকে লাঠির মতো ঝুলছে দু-একটি ফল। 

এ কারণে সোনালুকে ‘বাঁদর লাঠি’ বলেও চেনেন অনেকে। কেউ আবার সোনারু, বান্দর লাঠি, বানরনড়ী, রাখালনড়ী, সোদাল বা সোনাইল নামেও চেনেন। এর বৈজ্ঞানিক নাম ক্যাসিয়া ফিস্টুলা। এই ফুল যেমন শোভাবর্ধন করে, তেমনি এর ওষধি নানা গুণাগুণও আছে। 

রাজশাহী মহানগরীর বিমান চত্বর থেকে বিহাস সড়কের প্রথম এক কিলোমিটারের দুই পাশে এখন সোনালু ফুল সবার দৃষ্টি কাড়ছে। নগরীর কোর্ট স্টেশন থেকে কাশিয়াডাঙ্গা সড়কেও এক কিলোমিটার এলাকাজুড়ে দুই পাশেই রয়েছে সোনালুগাছ। এ ছাড়া ভেড়িপাড়া, পুলিশ লাইনসহ শহরের এখানে-ওখানে চোখে পড়ছে সোনালুর স্বর্ণালি শোভা। 

রাজশাহী সিটি করপোরেশনের দেওয়া তথ্য মতে, ২০১৯ ও ২০২০ সালে সামাজিক বন বিভাগ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সিটি করপোরেশনকে বিনা মূল্যে সোনালুর চারা সরবরাহ করে। ওই দুই বছরে শহরে প্রায় ৬০০ সোনালুগাছ লাগানো হয়। পরিবেশ শাখার কর্মীদের প্রতিদিনের পরিচর্যায় গাছগুলো বড় হয়েছে। এখন ৭-৮ মিটার উঁচু এসব গাছে ফুল ফুটছে। 

ভেড়িপাড়া এলাকায় পথচারী তুহিনুর আলম বলেন, ‘বিভিন্ন দেশে সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে সারি সারি সোনালুগাছ লাগানো হয়। এতে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে। রাজশাহীতে যে এলাকায় সোনালু ফুলের গাছ আছে, সে এলাকা অপরূপ হয়ে উঠেছে। তাই আরও বেশি বেশি যেন এই ফুলের গাছ লাগানো হয়। তাহলে সুন্দর শহরের সৌন্দর্য আরও বাড়বে।’ 

সিটি করপোরেশনের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম জানান, ইতিমধ্যে তারা সোনালু ফুলের গাছ থেকে প্রচুর বাঁদর লাঠি বা বীজ সংগ্রহ করেছেন। সিটি করপোরেশনের নিজস্ব নার্সারিতে এই বীজ থেকে চারা উৎপাদন করা হবে। এরপর সৌন্দর্যবর্ধনের জন্য শহরের আরও বিভিন্ন এলাকায় সোনালুর চারা রোপণ করা হবে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা