রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল্লাহ আল জাহেদ নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এখন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।