হোম > সারা দেশ > রাজশাহী

গোদাগাড়ী সীমান্তে মাটিতে লুকানো ৩ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে মাটিতে লুকিয়ে রাখা তিন কেজি হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। এই হেরোইন ভারত থেকে এনে সংরক্ষণ করে রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল (২৫)। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামে। গ্রামটি ভারতীয় সীমান্ত লাগোয়া। এই গ্রামের আরেক বাসিন্দা আবদুর রহিম (৪৫) অভিযানের সময় পালিয়েছেন।

র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, আজ সকাল ৭টার দিকে র‍্যাব সদস্যরা পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরে রহিমের বাড়ি ঘেরাও করেন। এ সময় র‍্যাবের উপস্থিতি দেখে রহিম বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে সীমান্তের দিকে পালিয়ে যান। আর ধরা পড়েন তাঁর ব্যবসায়িক অংশীদার রাসেল। পরে রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হলে পার্শ্ববর্তী এক ব্যক্তির ফসলের খেতের একটি স্থানে মাটির দুই ফুট গভীরে পুঁতে রাখা হেরোইন বের করে দেন।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম আরও জানান, রাসেল ও রহিম ভারত থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির জন্য রেখেছিলেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার রাসেলকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা তিন কেজি হেরোইনের মূল্য প্রায় ৩ কোটি টাকা।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা