হোম > সারা দেশ > রাজশাহী

ফেলে যাওয়া জুতার সূত্র ধরে ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

ডাকাতির মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ফেলে যাওয়া জুতার সূত্র ধরে বগুড়া সদর থানা-পুলিশ আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে লুট হওয়া মালপত্র উদ্ধার করেছে।

আজ রোববার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শনিবার বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়। আজ রোববার ভোর ৫টা পর্যন্ত গ্রেপ্তার করা হয় সাতজনকে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল্লাপুর মৃধাপাড়ার সুলতান (৪৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট গ্রামের মমিনুর রহমান (৩৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি গ্রামের মুকুল ইসলাম ওরফে পটল (৪১), আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের রাকিব শেখ (২০) ও শাকিল শেখ (২৩), কাহালু উপজেলার আড়োলা গ্রামের আল-আমিন (১৯) সোনাতলা উপজেলার শিহিপুর বটতলা লাদেন (২২)।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বোল্ট বাটার, একটি এসএস পাইপ, একটি লোহার তৈরি শাবল, একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া লুট হওয়া মালপত্রের মধ্যে সোনার দুটি কানের দুল, দুটি চেন, একটি ব্রেসলেট, দুটি আংটি ও সাড়ে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত ২৮ জানুয়ারি রাতে বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড়ে কামাল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাত দল উদ্ধার হওয়া মালপত্র ও ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ডাকাতদল এক জোড়া জুতা (কেডস) ও কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়। পরে সদর থানায় ভুক্তভোগী কামাল হোসেন অভিযোগ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ফেলে যাওয়া জুতা ও কাপড়ের ব্যাগের সূত্র ধরে ঘটনার পর থেকে সদর থানা-পুলিশ ছায়া তদন্ত শুরু করে। ডাকাতদের শনাক্ত করে একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার ও মালপত্র উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁরা প্রত্যেকে ৩-৪টি করে বিয়ে করেছেন। ডাকাতির পর শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে তাঁদের কামাল হোসেনের করা ডাকাতি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক